Posts

Showing posts from September, 2023

অভয়া'র দুর্গাপুজোর সেরা ভাবনা শারদ সম্মান ২০২৩

Image
শ্যামল রং ,"মনসুকা খবর" , ঘাটাল: - অভয়া'র দুর্গাপুজোর সেরা ভাবনা শারদ সম্মান ২০২৩। [✔️ আরও খবর দেখতে " মনসুকা খবর " এর Facebook ও YouTube চ্যানেলে প্রবেশ করুন। এই লেখার উপর ক্লিক করে। ] অভয়া (স্বেচ্ছাসেবী সংগঠন) এবার দুর্গাপুজোর সেরা  শারদ সম্মান ২০২৩ এর আয়োজন করেছে।  ঘাটালের  যে সমস্ত পুজো কমিটিগুলি সমাজ কল্যাণ ও সমাজ সচেতনতার বার্তা পুজোর মাধ্যমে আগত দর্শনার্থীদের কাছে তুলে ধরবে তাদের মধ্যে সেরা তিনটি পুজোকে পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করেছে অভয়া স্বেচ্ছাসেবী সংগঠন। এই উদ্যোগ সামিল হওয়ার জন্য পুজো কমিটিগুলির কাছে আবেদন করেছে অভয়া স্বেচ্ছাসেবী সংগঠন। এই অভয়া স্বেচ্ছাসেবী সংগঠন যে বিষয় গুলির উপর জোর দিয়ে সেরা তিনটি পুজোকে পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করেছে সেই গুলি হল- ১.দুঃস্থ দের বস্ত্র বিতরণ ২. পরিবেশ রক্ষা ৩.সর্প দংশনতার প্রতিকার ৪. বাল্য বিবাহ প্রতিরোধ  ৫.কন্যা ভ্রূণ হত্যা রোধ  6. Safe Drive Save Life 9. Mobile Addiction অভয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করুন, শুভঙ্কর ঘোষ- 9679416592

বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থার সহযোগী দুই প্রকার বালতি প্রদান

Image
শ্যামল রং ,"মনসুকা খবর" , ঘাটাল: - বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থার সহযোগী দুই প্রকার বালতি প্রদান করল মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত। [✔️ আরও খবর দেখতে " মনসুকা খবর " এর Facebook ও YouTube চ্যানেলে প্রবেশ করুন। এই লেখার উপর ক্লিক করে। ]  মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতে বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থার শুভ উদ্বোধন কিছুদিন আগেই হয়েছে। বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা হবে বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থ গুলিকে দুই ভাগে ভাগ করা হবে। ভঙ্গুর বর্জ্য পদার্থ এবং অভঙ্গুর বর্জ্য পদার্থ।  সেই ভাবেই বাড়ি থেকে সংগ্রহের কাজ শুরু করার জন্য মনসুকা ১গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি বাড়িতে  দুই রঙের বালতি দেওয়া হচ্ছে। কোন কোন বাড়িতে এই বালতি গুলি দেওয়া হচ্ছে সেই জন্য আধার কার্ড সংগ্রহ করে নিচ্ছেন গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা । যে দুটি বালতি দেওয়া হচ্ছে সেই বালতি গুলিতে বর্জ্য পদার্থ সংগ্রহ করে রাখতে বলা হয়েছে আর সেই বর্জ্য পদার্থ বাড়ি থেকে সংগ্রহ করে আনার জন্য সংগ্রহ যান পৌঁছে যাবে প্রতিটি বাড়িতে।  মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র মহাশয় বলেন বর্জ্য নিয়ন...

মনসুকার মাধবচকে নদী বাঁধের বেহাল দশা

Image
মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মাধবচক গ্রামের বাদুড়তলা নদী বাঁধ এর বেহাল দশা। বর্ষায় প্রতিবছর বন্যা হলেই এই নদী বাঁধের ধ্বস দেখা যায়। বারবার সরকার থেকে এই নদী বাঁধের মেরামতি ও পাইলেনের কাজ করা হলেও প্রত্যেক বছরই এই নদী বাঁধের ধ্বস দেখা যায়। ফলে প্রত্যেক বছরই এই বাঁধ দিয়ে যারা যাতায়াত করেন তাদের প্রচন্ড অসুবিধায় পড়তে হয়। তবে এই বছর কাজ শুরু হলেও কাজটি সম্পন্ন রূপে সম্পন্ন করা হয়নি বলে দাবি স্থানীয়দের। ফলে সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া, সাইকেল আরোহী বা বাইক আরোহীরা এই বাঁধ দিয়ে যাওয়ার সময় বারবার আছাড় খেয়েছেন। অন্যান্য যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। স্থানীয়দের জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ফলে স্থানীয় মানুষদের দাবি এই নদী বাঁধটি সম্পূর্ণ রূপে কংক্রিটের দেয়াল দিয়ে স্থায়ী ভাবে এই সমস্যার সমাধান করুক সরকার। অনেকেই বলছেন মনসুকা থেকে মাধবচক বা আনন্দপুর যাওয়ার বিকল্প  পিচ রাস্তা হওয়ার জন্য এ রাস্তার উপর গুরুত্ব দিচ্ছে না সরকার। এ বিষয়ে মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র মহাশয় বলেন এই নদীর বাঁধের কাজটি সম্পন্ন সেচ দপ্তর এর আন্ডারে রয়েছে। পঞ্চায়েতের হাত...

এক দেশ এক নির্বাচন ভারতে কি সম্ভব!

Image
শুক্রবার, যখন মুম্বাইতে বিরোধী দলগুলির জোটের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল, সেই দিনই কেন্দ্রীয় সরকার 'এক দেশ এক নির্বাচন'-এর সম্ভাবনা অন্বেষণ করতে প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সভাপতিত্বে একটি কমিটি গঠনের ঘোষণা দেয়।  এর একদিন আগে, কেন্দ্রীয় সরকার 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার ঘোষণা করেছিল, যদিও সরকার এজেন্ডা কী তা নিয়ে কিছু জানায়নি। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা এবং সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় এবং বিরোধী দলগুলি তীব্র প্রতিক্রিয়া জানায়। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা কমল নাথ বলেছেন, "এটি কেবল সংবিধানের একটি সংশোধনী নয়, এর জন্য রাজ্যগুলির সম্মতিরও প্রয়োজন হবে।"স্বাধীনতার পর প্রথমবারের মতো একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরে, 1957, 1962 এবং 1967 সালেও একই সাথে লোকসভা এবং বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 1983 সালে, ভারতের নির্বাচন কমিশন তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের কাছে একযোগে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছিল। প্রদীপ সিং বলেছেন, "1999 সালে, আইন কমিশন একযোগে নির্বাচন ক...

ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে "স্টুডেন্ট একাডেমিক মেমোরি" প্রকাশিত হল।

Image
ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ৩১শে আগষ্ট "স্টুডেন্ট একাডেমিক মেমোরি" প্রকাশিত হল। ক্লাসের ছাত্র ছাত্রীরা ঠিকঠাক উপস্থিত হচ্ছে কিনা তা লিপিবদ্ধ করে রাখার জন্য প্রকাশিত হলো এই পুস্তিকা। এই পুস্তিকাটি প্রকাশ করেন ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়। তিনি বলেন এই ধরনের কাজ খুবই প্রশংসনীয় এবং এই পুস্তিকার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। স্নাতক স্তরের ছাত্র ছাত্রীরা তার নিজের পাঠক্রম সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারবেন। অনেক ছাত্র-ছাত্রী নিজের পাঠক্রম সম্পর্কে ওয়াকিবহাল নয়। সে সমস্ত ছাত্র-ছাত্রীর কাছে খুবই উপযোগী হয়ে উঠবে এই পুস্তিকাটি। এমনকি বাড়িতে গিয়েও এই পুস্তিকা সমস্ত কিছু দেখতে পাবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাননীয় শ্রী মন্টু কুমার দাস মহাশয়, উপস্থিত ছিলেন মহকুমা শাসক মাননীয় শ্রী বিশ্বাস মহাশয়, উপস্থিত ছিলেন অধ্যাপক মাননীয় শ্রী অরবিন্দ গায়েন মাননীয় শ্রী কৌশিক ঘোষ  মাননীয় শ্রী গৌতম ঘোষ মাননীয় শ্রী প্রশান্ত সরকার মহাশয়। উপস্থিত ছিলেন জি. বি . মেম্বার সুকুমার কোটাল মহাশয়।