বিরল সূর্যগ্রহণ ঘটতে চলেছে ১৭২ বছর পর

আজ ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার , পৃথিবীর বুকে একটি বিরল সূর্যগ্রহণ ঘটতে চলেছে । এটি অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ ১৭২ বছর পর । মহাজাগতিক নিয়ম অনুসারে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর উপগ্রহ চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে অর্থাৎ পৃথিবী থেকে সূর্যকে সম্পুর্ন ভাবে সরাসরি দেখতে পাওয়া যায় না ফলে সূর্য পৃথিবীর মানুষের থেকে কিছুক্ষণের জন্য অবলুপ্ত হয়ে যায় বলে মনে হয় । এটাকে জ্যোতিষ ভাষায় ও বিজ্ঞানের ভাষায় সূর্যগ্রহণ বলা হয়। আগামী কাল যে সূর্য গ্রহন অনুষ্ঠিত হবে সেটি পূর্ণ বলয়গ্রাস অর্থাৎ সূর্যের  ৯৩ শতাংশ অংশ ঢেকে যাবে চাঁদ দ্বারা এবং সূর্যের চারিদিকে একটি আংটির মত আলোর বলয় বা বিচ্ছুরণ দেখা যাবে । 
 এই সূর্য গ্রহণ অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সকাল ৮ টা ২৫ মিনিট থেকে সকাল ১১টা ৫৫ মিনিট পর্যন্ত । এই ২ ঘন্টা ৪৫ মিনিট ধরে যে সূর্য গ্রহণ চলবে , তার চরম ও গুরুত্বপূর্ণ মুহূর্তে ৩ মিনিট ৪০ সেকেন্ড স্থায়ী হয়ে পুনরায় সূর্যগ্রহণ ছাড়তে শুরু করবে । এটাই হলো শতাব্দী উল্লেখযোগ্য সূর্যগ্রহণ । চলতি বছরে এর আগে ৬ জানুয়ারি ও ২ জুলাই সূর্যগ্রহণ অনুষ্ঠিত হলেও তা তেমন উল্লেখ করার মত নয় । 
    এই সূর্য গ্রহণ দেখা নিয়ে  পৃথিবীর মধ্যে মানুষের আগ্রহ থাকলেও সমগ্র পৃথিবী দেখে তা সম্পুর্ন ভাবে দেখা যাবে না । যে সমস্ত জায়গা থেকে দেখা যাবে তা হলো এশিয়া ,ইউরোপ , অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার বেশ কিছু অঞ্চল থেকে। এশিয়ার নিরক্ষীয় অঞ্চল সংলগ্ন দক্ষিণ ভারতের কেরালা কর্ণাটক , তামিলনাড়ুর , মাদুরাই , হায়দ্রাবাদ ও উত্তর শ্রীলংকা , বাংলাদেশের বেশ কিছু অংশ থেকে । ভারতের দিল্লি কলকাতা মুম্বাই থেকেও সামান্য অংশ দেখা যাবে ।   যেহেতু পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য তাই সূর্যকে বিজ্ঞান ও জ্যোতিষ শাস্ত্রে অতি গুরুত্ব ও প্রাধান্য দেওয়া হয়ে থাকে । সূর্যগ্রহণ কে অশুভ লক্ষণ ধরে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে অনুষ্ঠিত ক্রিয়াকলাপ কে বর্ণনা করা হয় ।  সূর্য গ্রহণ চলাকালীন সমস্ত ধর্মাবলম্বী মানুষ কিছু কিছু নিয়ম কানুন মেনে চলেন । 
   গ্রহণ চলাকালীন কোন ভাবেই খালি চোখে দেখা উচিত নয়,  এতে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা থাকে ।
  
   
চোখে কালো চশমা দিয়ে দেখা উচিত , বা এক্সের কার্ড ব্যবহার করতে পারেন । সূর্য গ্রহন দেখার জন্য চশমা কিনতে পাওয়া যায় সেই চশমা কিনে ব্যবহার করুন।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar