ধানের নাড়া ও খড় পুড়ানো কৃষি ও পরিবেশের ক্ষতি

কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার মতে  ধানের নাড়া ও খড় পুড়িয়ে  কৃষি ও পরিবেশের ক্ষতি করবেন না ।
  কম্বাইন্ড হার্ভেস্টর বা ধান কাটা - ঝাড়ার মেশিন ব্যবহারের পর জমিতে বড় বড় নাড়া ও খড়ের টুকরাে পড়ে থাকছে । ওই নাড়া ও খড়ে আগুন লাগিয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে । খড় পােড়ানাের ফলে বিশ্ব - উষ্ণায়ণ ঘটছে ও পরিবেশ দূষণ এমন ভয়ঙ্কর মাত্রায় হচ্ছে যা সমগ্র জীবকুলের ওপর মারাত্বক ক্ষতিকারক প্রভাব ফেলছে । মাটির মধ্যের জীবাণু , কেঁচো , পােকারা মারা পড়ছে ও মাটি পুড়ে ইটের মতাে শক্ত হচ্ছে  ও সারের অপচয় ঘটছে ও ফসলের ফলন কম হচ্ছে ।

 খড়ের মধ্যে থাকা উদ্ভিদ খাদ্যও পুড়ে নষ্ট হয় । ধান জমিতে পড়ে থাকা নাড়া ও খড় জমির আল বরাবর জমা করুন । খড় কুচিয়ে কিংবা খড় পচিয়ে জমির মাটির সঙ্গে মেশান । ভার্মিকম্পােস্ট , মাশরুম , গবাদি পশুর খাদ্য , গৃহস্থলীর জ্বালানী হিসাবে খড় ব্যবহার করুন । মাটির স্বাস্থ্য রক্ষা করে অধিক ফলন পেতে খড় না পুড়িয়ে সহযােগিতা করুন । 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar