চীন আগে থেকে করোনা ভাইরাস সংগ্রহ করে রেখেছিল?

"The Eyes of Darkness" নামক একটি পুস্তক। উক্ত পুস্তকটি 1981 সালে প্রকাশিত হয়। লেখকের নাম "Dean Koontz"

উক্ত পুস্তকের 553 থেকে 556 নম্বর পৃষ্ঠায় করোনা ভাইরাস সম্বন্ধে আলোচনা করা হয়েছে।

বইটিতে লেখা রয়েছে, করোনা ভাইরাস উহান  এলাকার একটি ল্যাবরেটরিতে গোপনে সংরক্ষণ করে রাখা হয়েছে। পরবর্তীকালে চীন এটা সে দেশের গরীব জনগণকে হত্যা করবার জন্য ব্যবহার করবে। করোনা-র কারণে চীনের বহু দরিদ্র মানুষ মারা যাবে।
যার ফলে চিন দেশ থেকে গরিবী হটানো সম্ভব হবে এবং চীন বিশ্ব-দরবারে নিজেকে সুপার পাওয়ার 
হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে।

এই পুস্তকে করোনা ভাইরাসের নাম "উহান -400" ভাইরাস হিসাবে উল্লেখ করা হয়েছে।

পুস্তকে আরো লেখা রয়েছে - 
ভবিষ্যতে চীন এই ভাইরাসকে "বায়োলজিক্যাল মারণাস্ত্র" হিসাবে ব্যবহার করবে। 
( সত্যতা যাচাই করা হয়নি) (সংগ্রহ।)

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar