আপনি কি জানেন বাইক চালানো নতুন নিয়মগুলি । কেন্দ্র থেকে জারি করা হয়েছে নতুন কিছু নিয়ম।
নতুন গা'ই'ড'লা'ই'ন অনুসারে , বাইকের চা'ল'কে'র আস'নের পিছনে একটি হাতল রা'খ'তে হবে৷
মোটরবাইক চালানোর ক্ষেত্রে এবার থেকে বেশ কয়েকটি নতুন নিয়ম মানতে হবে চা'ল'ক এবং স'ও'য়া'রি'দের৷ ইতিমধ্যেই এই সং'ক্রা'ন্ত নি'র্দে'শি'কা জারি করেছে কে'ন্দ্রী'য় স'র'কা'র৷
নতুন গা'ই'ড'লা'ই'ন অ'নু'যা'য়ী, বাইকের চালকের আ'স'নের পিছনে একটি হ্যা'ন্ড হো'ল্ড রাখতে হবে৷ পিছনের আসনে যিনি বসবেন, তাঁর নি'রা'প'ত্তা'র কথা ভেবে এই নি'র্দে'শি'কা জারি হয়েছে।
পাশাপাশি, পিছনের আসনে বসা ব্য'ক্তি'র জন্য বাইকের দু' পাশেই পা'দা'নি রাখা বাধ্য'তা'মূ'ল'ক করা হয়েছে৷
বা'ই'কে'র পিছনের চা'কা'র বাঁদিকের অংশের অ'ন্তত অ'র্ধে'ক ঢেকে রাখা বা'ধ্য'তা'মূলক করা হয়েছে৷ যার উদ্দেশ্য, পি'ছ'নের আসনে বসা ব্যক্তি বিশেষত মহিলাদের কাপড় যাতে চা'কা'য় জড়িয়ে না যায়৷
বাইকে হা'ল্কা ক'ন্টে'না'র লাগাতে হবে বলেও গাইডলাইনে জানানো হয়েছে৷ এর দৈর্ঘ্য ৫৫০ মি'লি'মি'টা'র, চওড়ায় ৫১০ মিলিমিটার এবং উ'চ্চ'তা ৫০০ মিলিমিটারের বে'শি হওয়া চ'ল'বে না৷
যদি বা'ইকের পি'ছ'নে'র আসনে কোনও ক'ন্টে'নার লাগানো হয়, তাহলে চা'ল'ক ছাড়া কেউ বা'ই'কে বসতে পা'র'বেন না৷
Tags
India