অমিত শাহের করোনা'র সুস্থতা কামনা করলেন একাধিক মন্ত্রী

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অ'মি'ত শাহ ক'রো'না আ'ক্রা'ন্ত হবার পর, সারা দেশের বিভিন্ন রাজনৈতিক দ'লে'র নেতা-নেত্রীরা, তাঁর দ্রুত আ'রো'গ্য কামনা করেছেন। বি'জে'পি সভাপতি জেপি না'ড্ডা, কংগ্রেস নেতা রা'হু'ল গান্ধী, আম-আদমি পার্টির আ'হ্বা'য়'ক অর'বি'ন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ম'ম'তা ব্যা'না'র্জী, ওড়িশার মুখ্যমন্ত্রী ন'বী'ন পট্টনায়েক সহ আরও অনেকে শ্রী শা'হে'র আরোগ্য কামনা করে বা'র্তা দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, ডঃ হর্ষ বর্ধন, পী'য়ু'ষ গোয়েল, রাম বিলাস পাসোয়ান, হরসিমরত কৌ'র বাদল স্বরাষ্ট্র'মন্ত্রীর আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র'মন্ত্রী গতকাল এক টুইট বার্তায় নিজের করোনা সং'ক্রমণের কথা জানান। চি'কিৎ'স'কে'র পরামর্শে তিনি গুরুগ্রামের একটি হাস'পা'তালে ভর্তি হয়েছে।

তামিলনাড়ুর রাজ্যপাল ব'ন'ও'য়া'রি'লা'ল পুরোহিতও করোনা পজিটিভ হয়েছে। উপসর্গ না থাকায় তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে, মে'গা'স্টা'র অ'মি'তা'ভ বচ্চনের কোভিড রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাস'পাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি এখন হোম কোয়া'রেন্টাইনে থাকবেন। অগণিত মন্ত্র'মুগ্ধ মানুষের শুভকামনার জন্য তিনি ধন্যবাদ জানি'য়ে'ছেন। গত ১১’ই জুলাই কোভিড পজিটিভ হয়ে তিনি মু'ম্বা'ই-এর নানাবতী হাস'পাতা'লে ভর্তি হন।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar