ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অরুণ মণ্ডল মহাশয়ের নেতৃত্বে উত্তরপ্রদেশের হাতরাসে মণীষা বাল্মিকীর ধর্ষক এবং খুনীদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো ।
উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক মাননীয় শংকর দোলই মহাশয়, ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় সুদীপ মণ্ডল মহাশয়, ঘাটাল পৌরসভার প্রশাসক মাননীয় বিভাস চন্দ্র ঘোষ মহাশয়, ১ নং ওয়ার্ডের কো-অডিনেটর মাননীয় উদয় শংকর সিংহ রায় মহাশয়, জেলার অন্যতম সহ-সভাপতি মাননীয় গোপাল দে, উপস্থিত মাননীয় শম্ভু বেরা, স্বপন মালিক,উদয় শংকর সিংহ রায়, তুহিন বেরা, ঘাটাল শহরের মহিলা নেত্রী মিঠু দাস সহ হাজারো তৃণমূল কংগ্রেসের প্রমূখ নেতা নেত্রীরা।
অন্যদিকে মনীষা বাল্মিকীর ধর্ষক এবং খুনীদের কঠোর শাস্তির দাবিতে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অংশুমান দোলই এর নেতৃত্বে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মূল গেট থেকে শুরু হয়। এই মৌন মিছিলের পুরোভাগে ছিলেন কলেজের ছাত্র সংসদের G.S. অংশুমান দোলই, ছাত্র সংসদের সভাপতি প্রসেনজিৎ দাস, ছাত্রনেতা শেখ মইদুল, সুমন দাস, অনিমেষ দোলই, সুমন হাইত, সাদ্দাম আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Tags
Political