প্রাক্তন সহ-প্রধান শিক্ষক শ্রী বুদ্ধিমন্ত বেরা মহাশয় মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস নিয়ে একটি প্রবন্ধ রচনা করেছিলেন। এই লেখাটি ১৯৯৫ সালে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রকাশিত পত্রিকা “মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শৈশব থেকে যৌবনে পদার্পণ” থেকে সংগৃহীত। প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল বিদ্যালয়ের “উদয়ন” পত্রিকায়। মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং এর পার্শ্ববর্তী গ্রামগুলি মূলত কৃষিপ্রধান এলাকা। এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। পাশ দিয়ে বয়ে যাওয়া ঝুমিনদী—দ্বারকেশ্বর নদের শাখা নদী শঙ্কেশ্বরী—বর্ষাকালে বন্যার সৃষ্টি করে গ্রামবাসীদের চরম দুর্ভোগের কারণ হলেও, পাট, আলু, সরষে, আমন ও বোরো ধানের ফলন তাদের জীবনধারণের প্রধান উৎস ছিল। এই কারণে, এখানকার মানুষের মধ্যে শিক্ষাদীক্ষার প্রতি তেমন আগ্রহ দেখা যেত না। তাদের ধারণা ছিল, ছেলেরা বড় হয়ে বাবার কৃষি কাজে সাহায্য করবে। তাই গ্রামের পাঠশালায় সামান্য অক্ষরজ্ঞান লাভ করাই যথেষ্ট বলে মনে হতো। ফলে এই অঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার তেমন উদ্যোগ ছিল না। বরকতিপুর বোর্ড প্রাইমারি স...