Posts

Showing posts from June, 2021

বন্যার পরবর্তী মনসুকা পরিদর্শনে প্রাক্তন বিধায়ক

Image
গতকাল ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলাই মহাশয় মনসুকায় এসেছিলেন । বন্যা কবলিত মনসুকায় বিভিন্ন স্থানে রাস্তা সহ বিভিন্ন বিষয়ে সরজমিনে ক্ষতিয়ে দেখেছেন। বন্যার পরবর্তী সময়ে কিভাবে মনসুকার কংক্রিটের ব্রিজ তৈরি করা সম্ভব হবে তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করার তাগিদ গতকাল নিজে এসেছিলেন।  কি ভাবে এই ব্রীজের কাজ বন্যার পরেও চালিয়ে যাওয়া যাও তা স্থানীয় নেতৃত্বের সাথে আলোচনা করেন। নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা মেরামতের কাজও পর্যবেক্ষণ করেন।

মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস

Image
প্রাক্তন সহ-প্রধান শিক্ষক শ্রী বুদ্ধিমন্ত বেরা মহাশয় মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস নিয়ে একটি প্রবন্ধ রচনা করেছিলেন। এই লেখাটি ১৯৯৫ সালে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রকাশিত পত্রিকা “মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শৈশব থেকে যৌবনে পদার্পণ” থেকে সংগৃহীত। প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল বিদ্যালয়ের “উদয়ন” পত্রিকায়। মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং এর পার্শ্ববর্তী গ্রামগুলি মূলত কৃষিপ্রধান এলাকা। এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। পাশ দিয়ে বয়ে যাওয়া ঝুমিনদী—দ্বারকেশ্বর নদের শাখা নদী শঙ্কেশ্বরী—বর্ষাকালে বন্যার সৃষ্টি করে গ্রামবাসীদের চরম দুর্ভোগের কারণ হলেও, পাট, আলু, সরষে, আমন ও বোরো ধানের ফলন তাদের জীবনধারণের প্রধান উৎস ছিল। এই কারণে, এখানকার মানুষের মধ্যে শিক্ষাদীক্ষার প্রতি তেমন আগ্রহ দেখা যেত না। তাদের ধারণা ছিল, ছেলেরা বড় হয়ে বাবার কৃষি কাজে সাহায্য করবে। তাই গ্রামের পাঠশালায় সামান্য অক্ষরজ্ঞান লাভ করাই যথেষ্ট বলে মনে হতো। ফলে এই অঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার তেমন উদ্যোগ ছিল না। বরকতিপুর বোর্ড প্রাইমারি স...

মনসুকার লোহার পোল রক্ষার্থে তত্পরতা সকাল থেকেই

Image
ঝুমি নদীর উপর প্রবল কচুরিপানা এসে জমা হয়েছে নদীর উপর লোহার পোল মনসুকা লোহার নির্মিত নতুন পোলে ।  এই কচুরিপানা গুলি স্তরে স্তরে জমা হয়ে গিয়েছে পোলের নীচে। এত স্তরে স্তরে জমা হয়েছে যে সহজেই তার উপর দিয়ে যাতায়াত করতে পারা যাচ্ছে।  কোনভাবে সহজে পাশ করছে না এই পানা গুলি। ফলে নতুন নির্মিত লোহার কাঠামো যুক্ত হলে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। তবে পোল'টিকে কে বাঁচানোর জন্য সকাল থেকে বহু মানুষ কাজ করছেন পানা গুলিকে সরানোর জন্য।  বহু পানা একসাথে আসার ফলে বালিডাঙ্গা খাসবার কামারডাঙ্গা এবং ঘোড়ুইঘাটের সাঁকো ভেঙ্গে গিয়েছে তবে লোহার নির্মিত সাঁকোর উপর তেমন কিছুই প্রভাব পড়েনি । তবুও ভীষণ তৎপরতার সঙ্গে পানা গুলিকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে।  লোহার নির্মিত শক্ত কাঠামোর জন্য সাঁকোর জন্য বহু পান্না আসলেও কোন ক্ষতি হয়নি । তবে ঘটমালিক রবীন্দ্রনাথ সাঁতার বলেন যদি এই পোলের ক্ষতি হয়ে যায় বহু মানুষের যাতায়াতের অসুবিধা হবে।

লকডাউনে কি কি পরিবর্তন হচ্ছে?

Image
রাজ্যে করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের জারি করা কঠোর বিধি নিষেধের মেয়াদ ১ লা জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সংক্রমণের হার বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজ্য সরকার কয়েকটি ক্ষেত্রে এই বিধি-নিষেধ শিথিল করেছে।  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরে এক সাংবাদিক বৈঠকে তিনি বিধি নিষেধ এর মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন। এই পর্যায়ে লোকাল ট্রেন মেট্রো বাস পরিষেবা সহ সমস্ত রকম গণপরিবহন বন্ধ থাকছে। স্কুল-কলেজ অঙ্গনওয়াড়ি সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্পা, সেলুন, জিম ,সুইমিংপুল ইত্যাদি বন্ধ থাকছে। রাত ন'টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত জরুরী পরিষেবা ছাড়া সমস্ত রকমের যানবাহন ও মানুষ চলাচল বন্ধ থাকবে।  তবে এই পর্যায়ের সরকারি ও বেসরকারি অফিস নিয়ন্ত্রিতভাবে খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।বেসরকারি অফিস সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে। কর্মীদের অফিস যাতায়াতের জন্য আবেদনের ভিত্তিতে ই পাস দেওয়া হবে। তাদের পরিবহণের ব্যবস্থা সংশ্লিষ্ট অফিসকে...

দীর্ঘগ্রামে বজ্রপাতে পুড়লো পাখা ও বাল্ব

Image
বজ্রপাতের সংখ্যার দিক দিয়ে বাংলা বিপদজনক অবস্থায় রয়েছে। সেই কারনে পশ্চিম মেদিনীপুর পুলিশ প্রশাসন এর তরফ থেকে বজ্রপাত সম্পর্কে সচেতনতা অবলম্বন করতে বলা হয়েছে। কয়েক দিন ধরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।  আজ বৃহস্পতিবার দুপুর ১:৩০ নাগাদ দীর্ঘগ্রাম রামসুন্দর ভট্টাচার্য এর বাড়ির সংলগ্ন ইলেকট্রনিক পোস্টে বাজ পড়েছে বলে অনুমান করছেন রামসুন্দর বাবু।  তিনি বলেন দুপুর ১:৩০ নাগাদ প্রবল জোরে বিদুৎতের ঝলকানি ও আওয়াজ শুনি ও প্রবল বারুদের গন্ধের মতো গন্ধ পাই ।এর ফলে ওনার বাড়িতে ২ পাখা ও ২ দুটি বাল্ব পুড়ে গিয়েছে বলে তিনি জানান।

মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদত্যাগ

Image
মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পুতুল পাত্র পদত্যাগ করলেন মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে ।  জানা গিয়েছে পুরাতন বিধায়ক শংকর দোলাই মহাশয় পুতুল দেবী কে যেমন হুমকি দিয়েছে একটি ফোন কলের মাধ্যমে তিনি বলেছেন ১০০ দিনের কাজ করানো যাবে না। সাথে সাথে আরো বলেন এসসি সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেওয়া যাবে না।  এর কারণ হিসেবে শংকর বাবু বলেন এ অঞ্চলের যে বুথগুলি টিএমসি হেরেছে সেই সব বুথে এই কাজ গুলো করা যাবে না। পুতুল দেবী বলেন আমি প্রধান হয়ে এমন কাজ করতে পারব না আমার কাছে সবাই সমান ।  কাউকে কাজ দেব কাউকে দেবনা। কাউকে সার্টিফিকেট দেব কাউকে দেবনা । এটা তো হয় না। বিধায়ক শীতল কপাট বলেন টিএমসি যে সকল জায়গায় হেরে গিয়েছে সেই সকল স্থানে প্রধানের উপর চাপ সৃষ্টি করছে হুমকি দিচ্ছেন এটা তো ঠিক নয় ।  এদিকে শুভেন্দু অধিকারী পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শংকর দোলাই মহাশয়কে।