ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট মহাশয় কয়েক দিন আগে বন্য কবলিত এলাকা ইড়পালা ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিদর্শনে গিয়েছেলেন । বন্যার সময়ে সুলতানপুর এলাকায় জল ও শুকনো খাবারের ত্রান বিতরণ করেন। তিনি বলেন এ বন্যা কবলিত এলাকার সরকারীভাবে যতটা সাহায্য করা সম্ভব হয় তা তিনি করবেন।
Tags
Political