Posts

Showing posts from July, 2021

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন

Image
মানবজীবন চিরস্থায়ী নয় । "জন্মিলে মরিতে হবে । অমর কে কোথা কবে ?" জন্ম ও মৃত্যু অমোঘ সত্য । কিন্তু দৈহিক মৃত্যুতে সব কিছু শেষ হয়ে যায় না । কর্মই মানুষকে অমর ও চিরস্থায়ী করে রাখে । এইরকমই কর্মময় ব্যক্তিত্বের অধিকারী পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেনার দৈনন্দিন জীবনযাপনের সারল্য, গগণচুম্বী মহত্ত্ব, সমাজের প্রতি হিমালয় তুল্য সুউচ্চ ন্যায়পরায়ণতা, রত্নের ন্যায় ঔজ্জ্বল্য নদীর ন্যায় প্রবহমান, মানুষের প্রতি ভালোবাসা ও সমুদ্রের ন্যায় দয়ার দুর্লভ সমাহারের অমর অক্ষয় কীর্তিগুলি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই জ্ঞান তাপসের চরণে প্রণাম নিবেদন করি। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন "দয়া নহে, বিদ্যা নহে, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তাঁহার অজেয় পৌরুষ, তাঁহার অক্ষয় মনুষত্ব ।" তাই দুশো বছর অতিক্রান্ত হয়েও তিনি আজও সমান ভাবে অম্লান, অমর হয়ে আছেন বাঙালী জাতির হৃদয়ে ও মননে।যুক্তিবাদী মননের ঔজ্জ্বল্যে উদ্ভাসিত এবং মহত্তর এক করুণায় বিগলিত আত্মমর্যাদাসম্পন্ন এই মানুষটিকে অন্তস্তলের অন্তর্লীন শ্রদ্ধা জানাতে আজ ১৩ই শ্র...

বন্যা কবলিত দেওয়ানচকে প্রাক্তন বিধায়ক

Image
প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাক অনেক সময় মানুষকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করায়। সেই বিপদের সময় বানভাসি মানুষের সেবায় এগিয়ে এসে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির তাদের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু যেখানে সামর্থ্য থাকলেও অনেককেই পাশে পাওয়া যায় না সেখানে ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলই মহাশয় সেবার মহান ব্রত নিয়ে আজ ঘাটাল ব্লকের দেওয়ানচক-১নং অঞ্চলের রঘুনাথপুর গ্রামে আনিকেটের নিকট গলা গড়ার খালের ভাঙ্গা বাঁধ পরিদর্শনে যান ও সাওড়াবেরিয়া, বাগাগেড়িয়া, রঘুনাথপুর, সুশীনা সংলগ্ন এলাকার বন্যা প্লাবিত অংশ ঘুরে দেখেন। বন্যার জল ঢুকে যে কয়েক শো বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রত্যক্ষ করেন ও এলাকার বানভাসি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাহায্যের আশ্বাস দেন। সঙ্গে ছিলেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।

আবার ঝুমি নদীর জল বৃদ্ধি পাচ্ছে

Image
গতকাল থেকেই ঝুমি নদীর জল বৃদ্ধি পাচ্ছে। আজ সন্ধ্যা পর্যন্ত বেশ ভালো জল বৃদ্ধি পেলেও বন্যার সম্ভাবনা তেমনভাবে নেই । তবে এই জল বৃদ্ধির কারনে বেরার ঘাটে বাঁশের সেতু কিছুটা হেলে পড়েছে । পরে আজ বিকেলে বেরার ঘাটের বাঁশের সেতু ভেঙে গিয়েছে। যাতায়াতের কিছুটা অসুবিধা হচ্ছে । তবে অন্যান্য সেতু গুলি ঠিক আছে। এই বার জলের সাথে কোন রকম পানা বা কোন আবর্জনা আসছে না। বাঁকুড়াতে বৃষ্টির কারণে এই জল বৃদ্ধি পেয়েছে। বেশ ভালো স্রোতের টান আছে নদীর জলে। 

সেপ্টেম্বর মাস 19 দিনের হয়েছিল কেন?

Image
সেপ্টেম্বর মাস 30 দিনে হয় সকলেই জানি। কিন্তু ১৭৫২ সালের সেপ্টেম্বর মাস ছিলো 19 দিনের !কেন হয়েছিল এবার সেই ব্যাপারে আলোকপাত করা যাক। ১৭৫২ সালের আগে ইংল্যান্ডে জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত ছিলো। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী একবছর ধরা হতো ৩৬৫ দিন ৬ ঘন্টাকে। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী একবছর ধরা হতো ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ডকে। ইউরোপের অন্যান্য দেশে ১৭৫২ সালের আগেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রচলন শুরু হয়ে গিয়েছিল কিন্তু ইংল্যান্ডে তখনও জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা অব্যাহত ছিল। এর ফলে ইংল্যান্ডের মানুষেরা আন্তর্জাতিক বিষয়গুলোতে তারিখ নিয়ে খুব অসুবিধায় পড়তেন। অবশেষে ইংল্যান্ডের পার্লামেন্টে ঠিক হলো জুলিয়ান ক্যালেন্ডার-এর সংস্কার করা হবে এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যাবহার করা শুরু করতে হবে। তখন সময় হিসেব করে দেখা গেল যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ইংল্যান্ড ১১ দিন পিছিয়ে ছিলো এবং সমস্যা সমাধান করার জন্য ২-রা সেপ্টেম্বরের পর জুলিয়ান ক্যালেন্ডার বর্জন করা হবে বলে ঠিক করা হয়। ৩-রা সেপ্টেম্বরকে ৩+১১ অর্থ্যাৎ ১৪-ই সেপ্টেম্বর ধরা হবে বলে ঘোষণা করা হলো। মানে এই দাঁড়ালো ২-রা সেপ্টেম...

বিয়ে মাস দেড়েক আগে, শোওয়ার ঘরে বধূর ঝুলন্ত দেহ

Image
শোওয়ার ঘরে ঝুলছিল দেহটা। নাম মণিকা বেরা ঘোড়াই। বয়স মাত্র ২২।বধূর বাবার বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।বিয়ের মাত্র দেড় মাসের মধ্যে এই করুণ পরিণতি মানতে পারছেন না অনেকেই। পশ্চিমমেদিনীপুরের দাসপুরের এই ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। এদিকে পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাড়িটিকেও সিল করে দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যেই বাড়িটিতে তল্লাশি চালিয়েছে। শোওয়ার ঘর থেকে বেশ কয়েকটি কণ্ডোমের প্যাকেট সহ আরও কিছু সন্দেহজনক জিনিস উদ্ধার করেছে পুলিশ।কিন্তু সবথেকে বড় প্রশ্ন কীসের পরিণতিতে মৃত্যু হল মণিকার? ঠিক কী বিষয়কে কেন্দ্র করে অশান্তি হত তাদের মধ্যে? সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশও। তবে প্রতিবেশীদের দাবি, মণিকার বাড়ি দাসপুরের যদুপুরে। দীপঙ্কর বেরার সঙ্গে তার বিয়ে হয়েছিল। সোনার কাজ করেন দীপঙ্কর। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে চাপা অশান্তি ছিল বলে মনে করা হচ্ছে। দীপঙ্করও মত্ত অবস্থায় বাড়ি ফিরতেন। মণিকার উপর যে নানারকম চাপ তৈরি করা হচ্ছিল সেটা বোঝা যেত। কিন্তু চাপা স্বভাবের মণিকা অনেক কিছুই বাইরে প্রকাশ করতেন না। এদিকে সোমবার সকা...

জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করানো থাকলে হতে পারে লক্ষ টাকার লোকসান

Image
আপনার জনধন অ্যাকাউন্টের (Jan Dhan Bank Account) সঙ্গে (Link Aadhar with Jan Dhan) আধার লিঙ্ক না করা থাকলে সমস্যায় পড়তে হবে গ্রাহকদের ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আধার লিঙ্ক করানো না থাকলে সমস্ত সুবিধা আটকে দেওয়া হবে ৷ জনধন অ্যাকাউন্ট একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ৷ এছাড়া এই অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট ও রুপে কার্ড-সহ একাধিক সুবিধা পাওয়া যায় ৷ সরকারের তরফে শুরু করা এই অ্যাকাউন্টে গ্রাহকদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ দেখে নিনি জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে কী কী সমস্যায় পড়তে হতে পারে ৷ লিঙ্ক না হওয়ায় ১.৩০ লক্ষ টাকার লোকসান হবে- এই অ্যাকাউন্টের গ্রাহকদের রুপে কার্ড দেওয়া হয়ে থাকে ৷ এই কার্ডে ১ লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স পাওয়া যায় ৷ আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক না করানো থাকলে এই সুবিধা মিলবে না ৷ এর জেরে ১ লক্ষ টাকা লোকসান হবে আপনার ৷ এছাড়া এই অ্যাকাউন্টে আপনি ৩০,০০০ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার পাওয়া যায় ৷ তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকলে তবেই এই সুবিধা মিলবে ৷কীভাবে জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করবেন ? ১. ব...

কেন্দ্রীয় প্রকল্প চুরি দিল্লি যেতে চাইছেন শুভেন্দু অধিকারী

Image
রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে দিল্লি যেতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবার তিনি একা নন, এই সফরে শুভেন্দু নিতে চাইছেন বিধায়কদের অনেককেই। পুরো দল গঠন করেই দিল্লি যেতে চাইছেন নন্দীগ্রামের বিধায়ক।  কী নিয়ে অভিযোগ জানাতে চান শুভেন্দু? বিজেপির দাবি, বহু কেন্দ্রীয় প্রকল্পই নিজের বলে চালাচ্ছে রাজ্য। এর বিরুদ্ধে অভিযোগ জানাতেই শুভেন্দু দিল্লি সফরের পরিকল্পনা করছেন। শুভেন্দুদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলা আবাস যোজনা রাখা হয়েছে। সস্তায় রেশন থেকে গরিব পরিবারের জন্য বিনামূল্য বিদ্যুতের মতো প্রকল্প কেন্দ্রের হলেও রাজ্য সরকার এগুলি নিজেদের প্রকল্প বলে চালাচ্ছে। রাজ্য বিজেপি চাইছে, এই সব বিষয়ে এবার সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক অভিযোগ তুলে পদক্ষেপ নিক। এই বিষয়ে গত শনিবার দলীয় বিধায়কদের সঙ্গে অনলাইনে একটি বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদর (সংগঠন) অমিতাভ চক্রবর্তীও। সেই বৈঠকেই বিধায়কদের নিজের এই পরিকল্পনার কথা জানান শুভেন্দু। জানা গিয়েছে, কবে যেতে হবে, তা এখনও চূড়ান্ত নয়। তবেশুভেন্দু চাইছেন যাতে বিধায়কদের প্রতিনিধ...

সকালে যে ছয়টি খাবার খেলে সুস্থ থাকবে শরীর

Image
শরীর ভালো রাখতে এবং সুস্থ থাকতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাবার। খাবার ঠিকঠাক না পেলে শরীর পুষ্ট হবে না। ফলে সেখান থেকে হতে পারে আরও নানা বিপত্তি। দৈনন্দিন জীবনে আমরা সবাই ব্যস্ত। সারাদিন ছুটে চলেছি। ফলে ঠিক সময়ে খাওয়ার কথা আমাদের মনে থাকে না। খিদে পেলে যা খুশি তাই খেয়ে নিই। সেখান থেকেই গ্যাস-অম্বল, হজম না হওয়ার মতো নানাবিধ সমস্যা দেখা যায়। রাতের খাবারের আর Breakfast মধ্যে দীর্ঘ একটা সময়ের বিরতি থাকে। আর এই সময়ে ঠিকঠাক খাবার খাওয়া খুব জরুরি। কারণ খালি পেটে সঠিক খাবারই আমাদের সারাদিনের হজম ক্রিয়া ঠিক রাখে। বলা যায় শরীর সুস্থ রাখার এটাই হল চাবিকাঠি। দেখে নিন, সকালে উঠে কোন খাবার দিয়ে দিনের শুরু করবেন। জেনে নিন- গরম জলে মধু প্রতিদিন সকালে উঠে হলকা গরম জলে মধু মিশিয়ে খেলে stomach-এর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। ফলে বদ-হজম বা গ্যাস-অম্বলের সমস্যা মাথা তোলার সুযোগই পায় না। সেই সঙ্গে মধুতে উপস্থিত একাদিক পুষ্টিকর উপাদান অ্যাসিডিটির সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।  বাড়ির বাইরে থাকলে মায়ের হাতের খাবার জোটে না। ফলে এদিক-সেদিক করে দিনযাপন করতে হয়। ফলে ঠিক মতো খাবার না পাওয়ার কারণে স্বাভ...

কেশপুরে বিজেপি কর্মীকে মারধর

Image
শুক্রবার রাতে কেশপুর এলাকায় একজন বিজেপি কর্মী কে বেধড়ক মারধর করা হয়েছে । ভোট-পরবর্তী হিংসার কারণে ওই বিজেপি কর্মী বহুদিন ধরে বাড়ির বাইরে ছিল। ওই ব্যক্তিকে বাড়ির ডেকে সালিশি সভা ডাকা হয়। সালিশি সভায় তার জরিমানা করা হয় সেই জরিমানার টাকা না দেওয়ায় সেই সালিশি সভায় বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।  এই বেধড়ক মার এর কারণে গুরুতর আহত হন ফলে তাকে মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যক্তির নাম হল শেখ সাইদুল। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাটি ঘটিয়েছে তৃণমূলের লোকজন বলে অভিযোগ কিন্তু তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা বলে দিয়েছেন। এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন ওই এলাকায় এখনও হাজার জনের বেশি ঘর ছাড়া রয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলায় চালু হতে যাচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র

Image
পশ্চিম মেদিনীপুর জেলায় বাংলা সহায়তা কেন্দ্র জনসাধারণের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার “ বাংলা সহায়তা কেন্দ্র ( BSK ) ” চালু করতে চলেছে। DM Office , SD0 Office , BDO Office , বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র , SI of School- এর অফিস এবং বিভিন্ন সরকারী গ্রন্থাগারে এই সহায়তা কেন্দ্র গড়ে তােলা হয়েছে । এই কেন্দ্র গুলি থেকে এক জানালা পরিষেবা প্রদান করা হয় । বাংলা সহায়তা কেন্দ্র থেকে রাজ্য সরকারের সকল বিভাগের Digital ও Online পরিষেবা বিনামূল্যে পাওয়া যায় । যে সকল উল্লেখযােগ্য তথ্য ও পরিষেবা ওই কেন্দ্র গুলি থেকে প্রদান করা হয় , সেগুলি হলাে ...  1 ) কিষান ক্রেডিট কার্ডের জন্য আবেদন  2 ) জন্ম ও মৃত্যুর শংসাপত্রের জন্য আবেদন  3 ) জননী সুরক্ষা প্রকল্পের জন্য আবেদন  4 ) স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন  5 ) বাংলা আবাস যােজনা সংক্রান্ত তথ্য  6 ) মানবিক প্রকল্প সংক্রান্ত তথ্য  7 ) জয় বাংলা প্রকল্প সংক্রান্ত তথ্য  ৪ ) মিউটেশন & কনভার্সন এর আবেদন  9 ) কন্যাশ্রী সংক্রান্ত তথ্য  10 ) রূপশ্রী সংক্রান্ত তথ্য  11) ...

রবিবাসরীয় ছোটগল্প " বিদায় "

Image
শৈলশহর দার্জিলিং হল পূর্ব ভারতের একটি ঐতিহ্যবাহী পৌরসভা শহর । শিবালিক পর্বতশ্রেণীর কোলে অবস্থিত মুক্তাকনা সম ঝিরিঝিরি বৃষ্টি ঘন , হিমেল হাওয়ায় শীত প্রধান , নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা- সাদা পুঞ্জিভূত মেঘের ফাঁকে , উঁকি দেওয়া পর্বতের পিছন থেকে বেরিয়ে আসা আঁকাবাঁকা পথের পাশে, চা-বাগানে ঢাকা সবুজ পাহাড়ের প্রশান্তি , ছোট- ছোট ঝর্না , পাহাড়ের ধাপে- ধাপে প্রকৃতি ও মানুষের অপরূপ মেলবন্ধনের ঘনজনবসতি , সারিসারি বনাঞ্চলকে উপেক্ষা করে ঘরের মধ্যে অবলিলায় প্রবেশ করা মেঘরাজির এক টুকরোসম স্বর্গ -সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিং শহরে , স্ত্রী সুজাতা কন্যা সুচিস্মিতা সহ সপরিবারে বাস করতেন চন্দ্রশেখর তামাং। চন্দ্রশেখর বাবুর নিজস্ব তেমন কোন প্রতিষ্ঠিত আয় না থাকলেও , স্ত্রী সুজাতার আশাকর্মীর যৎসামান্য বেতনই ছিল সাংসারিক আয়ের একমাত্র উৎস। তবে অগনিত বঙ্গীয় প্রাদেশিক সমাজদরদীরা, রাজনীতিকে অবলম্বন করে যে মধুভান্ডারের পথে একে অপরকে পিছনে ফেলতে সদাজাগ্রত , চন্দ্রশেখর বাবু ইতিপূর্বেই সেই পথ অতিক্রম করেছেন। আর শুধুমাত্র সেই কারণেই আজ শহরের বুকে চন্দ্রশেখর বাবুর ঝাঁ চকচকে দোতালা বাড়ি , দামী গাড়ী , হ...