মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত বাসিন্দাদের জানানো যায় যে বর্তমানে করোনা অতিমারীর প্রকোপ পুনরায় বৃদ্ধি পাওয়ায় বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে সরকারীভাবে। গোষ্ঠী সংক্রমণ এড়াতে সমস্ত সাবধানতা অবলম্বনের পাশাপাশি বেশী মানুষের সংস্পর্শে আসা বা উপসর্গ থাকা ব্যক্তিদের করোনা পরীক্ষা করাটাও ভীষন জরুরী।
জনসাধারণের এই চাহিদার কথা মাথায় রেখেই স্বাস্থ্যদপ্তর ও ঘাটাল ব্লক প্রশাসনের সহযোগিতায় আগামী ১৩ই জুলাই, ২০২১, মঙ্গলবার মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি Rapid Antigen Test Programme বা 'করোনা পরীক্ষা' র আয়োজন করা হয়েছে। যেকোন ইচ্ছুক ব্যক্তি ঐদিন সকাল সাড়ে দশটা থেকে উক্ত পরিষেবার সুযোগ গ্রহণ করতে পারবেন। পঞ্চায়েত, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যাঁদের অনুরোধ করা হবে, তাঁরা অবশ্যই উক্ত পরীক্ষা করাবেন।(সর্বাধিক ২৫০ জন)