করোনায় বাড়ছে শনি পুজোর প্রাদুর্ভাব

করোনা আর পিছু ছাড়ছে না। কাজ কর্ম লাটে উঠেছে। কিছু করার নাই। আনন্দ তো করতে হবে । আর কত দিন চুপচাপ বসে থাকা যায় । মাইক ডিজে বাজিয়ে আনন্দ করলে কেমন হয় কিছু পুজো নেই তো কি হয়েছে উইকেন্ডের শেষে বড়ো পুজো তো আছেই।

এমন চিন্তা ভাবনা নিয়ে বেশ কিছু যুবক প্রতি পাড়ায় দেখা যায়। তাই এই করোনা আবহের বড়ো পুজোর বেশ চুটিয়ে চলেছে পাড়ায় পাড়ায়। বড়ো পুজো মানে বুঝতে পারলেন না আসলে শনি পুজোর কথা বলা হয়েছে। সুধুমাত্র কি পুজোয় ভাবলেন, না না চলে ফুলদমে ডিজে মাইক বক্স।তাই প্রতি নিয়ত মনসুকা সহ পার্শ্ববর্তী গ্রামে চলছে শনি পুজোর ধুম। 


Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar