জোড়া মাথা বা চারটি হাত-পা সহ মানবশিশু জন্মানোর ঘটনা ঘটেছে। এবার আটটি পা নিয়ে জন্মাল ছাগল (Goat)। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ (Bongaon) এলাকায়। খবর পেয়েই দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় করেছেন অবিশ্বাস্য এই ছাগলের বাচ্চাটিকে দেখতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর ঘাট বাওড় পঞ্চায়েত এলাকার কালমেঘা এলাকার বাসিন্দা কল্পনা মণ্ডল দীর্ঘদিন ধরে গোরু, ছাগল পালন করেন। বৃহস্পতিবার তাঁর পোষ্য একটি ছাগল দুটি বাচ্চার জন্ম দেয়। যার মধ্যে একটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় চারটি পা নিয়ে জন্মালেও আরেকটি আটটি পা নিয়ে জন্মায়। যা দেখে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান কল্পনাদেবী ও তাঁর পরিবার। কল্পনাদেবীর কথায়, 'আমরা দীর্ঘদিন ধরে ছাগল-গোরু পুষে আসছি। জানি ছাগলের চারটি পা হয়।
কিন্তু,এর আগে কোনও দিন এই ধরনের ঘটনার সম্মুখীন হইনি। এই প্রথম ছাগলের আটটি পা দেখলাম।' যদিও আটপেয়ে ছাগল বাচ্চাটি বেশিক্ষণ বাঁচেনি। জন্মানোর ঘণ্টা খানেকের মধ্যেই মৃত্যু হয়।তবে ততক্ষণে আট পা নিয়ে জন্মানো অস্বাভাবিক ছাগল ছানার কথা কালমেঘা এলাকা ছাড়িয়ে পার্শ্ববর্তী গ্রামেও চাউর হয়ে যায়।
ফলে কালমেঘা সহ পার্শ্ববর্তী গ্রামের কৌতূহলী মানুষেরা আটপেয়ে ছাগল ছানাকে দেখতে কল্পনা মণ্ডলের বাড়িতে ভিড় জমান। তারপর সকলের উপস্থিতিতেই নির্দিষ্ট নিয়ম মেনে অস্বাভাবিক আকৃতির ছাগল ছানাটির শেষকৃত্য সম্পন্ন করা হয়।