শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: মনসুকা সার্বজনীন দুর্গোৎসব মানেই ঐতিহ্য ও সাংস্কৃতিক মেলবন্ধন এবার করোনার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান তেমন ভাবে না হলেও প্রতি বছরের ন্যায় এবার পুজোর বাহান্ন তম বর্ষ মহা ষষ্ঠীর দিন মনসুকা অরুণোদয় সংঘের পরিচালনায় রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো। তবে এই রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়ে চলে আসছে প্রায় ত্রিশ বছর ধরে।
আজ এই অনুষ্ঠানে আসন অলংকৃত করেছেন মনসুকা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক নিরঞ্জন পাখিরা মহাশয়, মনসুকা অরুণোদয় সংঘের সম্পাদক শ্রীমন্ত দোলই মহাশয়, রক্ত দান শিবির উদ্বোধক মনসুকা লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত পাল মহাশয়। ফিতে কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন মনসুকা লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত পাল মহাশয়। তিনি বলেন এই করোনা পরিস্থিতিতে এই রক্ত দান শিবির অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। এই পুজোতে স্যানিটাইজার ও মাক্স সবাকে ব্যবহার করতে হবে।
মনসুকা অরুণোদয় সংঘের সম্পাদক শ্রীমন্ত দোলই মহাশয় জানান ডাক্তার দুর্গাশংকর পান মহাশয়ের তত্ত্বাবধানে ঘাটাল মহাকুমা ব্লাড ব্যাঙ্কে দ্বারা পঞ্চাশ ইউনিট রক্ত গ্রহণের ব্যবস্থা করা হয় । এই শিবিরে চৌত্রিশ জন রক্ত দান করেলেও কিছু ব্যাক্তির নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারায় এবং কিছু ব্যাক্তির করোনা ভ্যাকসিন এর কারনে পঞ্চাশ ইউনিট রক্ত গ্রহণ সম্ভব হয়নি।
এই রক্ত কোন মুমূর্ষু রোগীর প্রান বাঁচাতে সাহায্য করবে তাই রক্ত দাতারা রক্ত দিয়ে বেশ খুশি।
Tags
Health