শ্যামল রং, "মনসুকা খবর" : কলকাতা থেকে দুবাইয়ের বুর্জ খলিফা আপনি খুব সহজে পৌঁছে যাবেন। বুজ খালিফা আলোর রোশনাই বন্ধ করে দেয়া হলো। আপনি ভাবছেন দুবাইয়ের বুর্জ খলিফায় কেন আলো বন্ধ করে দেয়া হলো। না দুবাইয়ের বুর্জ খলিফায় কোন আলো বন্ধ করা হয়নি তবে লেজার লাইট বন্ধ করে দেয়া হয়েছে কলকাতার একটি পূজা মন্ডপ এর। এই পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে দুবাইয়ের বুর্জ খলিফা হোটেলের আদলে।
অনেকে বলছেন সপ্তমীর সন্ধায় খলিফার লেজার লাইট বন্ধ করে দেয়া হয়েছে তার কারণ প্রচুর মানুষের ভিড় হচ্ছে এই পূজা মন্ডপে। এই পূজা মন্ডপটি হলো কলকাতার দমদম বিমানবন্দরের কাছে শ্রীভূমি ক্লাবের। তবে এই লেজার লাইট বন্ধ করার পেছনে প্রধান কারণ হলো কলকাতার দমদম বিমানবন্দরের বিমান ওঠানামায় ব্যাঘাত ঘটছে। বেশ কয়েকজন পাইলট অভিযোগ করেছেন। বিধান নগর থানায় অভিযোগ করার ফলে শীভূমি ক্লাবের দুবাইয়ের বুর্জ খলিফা আদলে তৈরি এই পূজা মন্ডপ এর লেজার লাইট বন্ধ করে দেয়া হয়েছে।
বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে দুবাইয়ের এই বিশাল হোটেলের আদলে তৈরি করার জন্য শিল্পীরা দুবাই গিয়েছিলেন এবং তারা নিজের চোখে এই হোটেল দেখে আসেন এবং সেই মতোই তারা এই দুর্গা মন্ডপ তৈরি করেন। এই দুর্গা পুজোতে মাকে এবার সোনায় সাজানো হয়েছে। মন্ডপের ভিতর দশ জনের বেশি প্রবেশ করতে পারবে না করোনা পরিস্থিতির কারণে। তবে এই মন্ডপ এবং প্রতিমা দেখার জন্য বহু মানুষের ভিড় জমেছে তিলোত্তমা কলকাতা শ্রীভূমির এই বুর্জ খলিফায়।
Tags
West Bengal