শ্যামল রং, "মনসুকা খবর", মনসুকা: মনসুকা সহ ঘাটালের বিভিন্ন স্থানে বেশ কয়েক দিন ধরে চলছে বিষমদ উচ্ছেদ অভিযান। মহকুমাশাসক সুমন বিশ্বাস মহাশয়ের উদ্দোগে এই অভিযান এগিয়ে চলেছে। কয়েক দিনের মধ্যেই মনসুকা, হরিশপুর সহ বেশকিছু জায়গায় পুলিশ বাহিনী সহ বিষমদ উচ্ছেদ কর্মসূচি চলে। বিষমদ কারবারিদের বহু কাঁচামাল নষ্ট করা হয়েছে এবং চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছেন।
ফাইল চিত্র |
প্রসঙ্গত উল্লেখ্য গত ১৮ই অক্টোবর তারিখে মনসুকা উঃ খড়কপুর থেকে দুই জনকে ধরে নিয়ে যান পুলিশ বাহিনী । এই কাজে সাহায্য করেন স্থানীয় প্রমিলা বাহিনী। সেই প্রমীলা বাহিনীর উপর নানা দিক থেকে চাপ আসলে মনসুকার বিশিষ্টজনরা তাদের পাশে থাকার আশ্বাস দেন। মনসুকা সহ নানা স্থানের বিশিষ্ট ব্যক্তিরা বিষমদ উচ্ছেদের পক্ষে ভিডিও ও লিখিত বার্তা দেন। এই ভিডিও ও লিখিত বার্তার ঝড় ওঠে মনসুকা ভিলেজারস্ হোয়াইট অ্যাপ গ্রুপে।
সংগ্রহ চিত্র |
মহকুমাশাসক ইতিমধ্যে মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের নিয়ে বৈঠক করেন। তিনি বলেন এই বিষমদ উচ্ছেদ করলে মেয়েরাই পারবে । তাদেরকে এগিয়ে আসতে হবে। উপস্থিত মহিলাদের ভালো করে বুঝিয়ে বলেন সমাজের কি কি ক্ষতি হচ্ছে । পরিবেশ ও পরিবারের কিভাবে ক্ষতি হচ্ছে এই বিষমদ খেয়ে। মদ্যপায়ীদের খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে ।
গতকাল রাতে মনসুকা ২, গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ফতেপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বহু চোলাই মদের পলিথিন পাউচ উদ্ধার করেছেন।