শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: শ্রী শ্রী শ্যামা কালী পূজা উপলক্ষে গতকাল রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দীর্ঘগ্রাম রুরাল ডেভলপমেন্ট সোসাইটি উদ্যোগে দীর্ঘগ্রাম (হোগলার পার) ক্লাব প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল বিধায়ক শীতল কপাট মহাশয়, বিজেপির উত্তর মন্ডল সভাপতি তারক বেরা মহাশয়, উত্তর মন্ডলের সাধারণ সম্পাদক কৌশিক জানা মহাশয় এবং ঘাটাল যুব মোর্চার সভাপতি রঞ্জন ঘোষ মহাশয়।
ঘাটাল বিধায়ক শীতল কপাট মহাশয় ফিতে কেটে রক্তদান শিবির এর শুভ সূচনা করেন। তিনি এই অনুষ্ঠানে বলেন মনসুকা দীর্ঘগ্রাম এলাকায় বেশ কয়েকবার বন্যার কারণে এলাকাবাসীর ভীষণভাবে ক্ষতি হয়েছে। তার পরেও বিশেষ উদ্যোগ নিয়ে দীর্ঘ গ্রাম রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এত বড় পুজোর আয়োজন করেছেন এবং পুজোর সাথে সাথে রক্তদান শিবির করেছেন তার জন্য ক্লাব কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।
সাথে সাথে তিনি উল্লেখ করেছেন যে আমরা বাঙালি হয়ে সহজেই এপার বাংলায় কালী পুজা, দুর্গাপূজা করতে পারলেও ওপার বাংলার বাঙালি হিন্দু পরিবারের স্বাধীনতার সাথে সনাতন ধর্ম পালন করতে পারছেন না। তাদের উপর নানা রকম অত্যাচার চলছে তাদের ঘরবাড়ি, মন্দির, ঠাকুরের মূর্তি ভাঙচুর চলছে। আমরা নানা রকম ভাবে তার প্রতিবাদ করছি। কিন্তু এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন প্রতিবাদ করছেন না কেন? এই প্রশ্ন তুলেছেন।
শ্রী শ্রী শ্যামা কালী পূজা উপলক্ষে গতকাল যে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দীর্ঘগ্রাম রুরাল ডেভলপমেন্ট সোসাইটি উদ্যোগে ঘাটাল মহকুমা হাসপাতালে পক্ষ থেকে দীর্ঘগ্রাম (হোগলার পার) ক্লাব প্রাঙ্গণে তাতে প্রায় ৬০ জন ব্যক্তি রক্ত গ্রহণের পরিকল্পনা থাকলেও ৫০ জন ব্যক্তি রক্ত দিয়েছেন বলে জানা গিয়েছে। রক্ত দাতারা রক্ত দিয়ে ভীষণ খুশি।