মনসুকায় চোলাই মদ উচ্ছেদ অভিযানের সভা

শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা:  গতকাল বিকাল ৩:৩০ থেকে শুরু হয় চোলাই মদ উচ্ছেদের আলোচনা সভা । এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল মনসুকা লক্ষ্মী নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা মহকুমাশাসক সুমন বিশ্বাস মহাশয় , বিডিও সাহেব, পুলিশ প্রশাসন থেকে উপস্থিত ছিলেন ওসি সিদ্ধার্থ বাবু, উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সদস্য মায়া আদক মহাশয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা।
চোলাই উচ্ছেদ অভিযান , বক্তব্য রাখছেন মহকুমাশাসক সুমন বিশ্বাস (ছবি অভিষেক সাঁতরা)


দীর্ঘ সময় ধরে আলোচনা চলতে থাকে। এই আলোচনায় যে বিষয় গুলি উঠে এসেছে,ওসি সাহেব বলেন আমরা বারবার ভেঙে দিয়ে যাই কিন্তু তারা আবার শুরু করে । একলাবাসিকে একযোগে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিডিও সাহেব বলেন এই চোলাই মদ সাধারনত গরিব খেটে খাওয়া মানুষ গুলো খায়। তাদের সংসার ভালোভাবে চলে না সংসারের টাকা কেটে মদ খাচ্ছে। সংসারে অভাব, অশান্তি সৃষ্টি হচ্ছে। ছেলের পড়াশোনা হচ্ছে না। একটি সুস্থ সমাজ তো এভাবে গড়ে উঠতে পারে না। চোলাই যারা খাচ্ছে এবং উপায় করছে তাদের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি হচ্ছে না ফলে চোলাই মদের জন্য সমাজের অগ্রগতিতে বাধা পাচ্ছে। তিনি বলেন প্রতিটি ব্যবসায় চেন সিস্টেম আছে যারা চিটেগুড় ব্যবসা করেন, যারা পরিবহন করে নিয়ে যার, যারা বিক্রি করেন, এবং এই ব্যবসা চলার জন্য পেছনে কিছু মানুষের হাত আছে। যারা গুড়ে জ্বাল দেন তারা তো সামান্য কিছু পায় এ দিয়ে তাদের কোন দশা ফিরে না । তাই তার এই কাজ করেই চলেছন।

মহকুমা শাসক সুমন বিশ্বাস দৃঢ় কন্ঠে বলেন আমি মনসুকা চোলাই মদের শেষ দেখে ছাড়বো। এই চোলাই উচ্ছেদ করতে গিয়ে যদি আমার ট্রান্সফার হয় হোক আমি পিছু হাঁটবো না এই চোলাই মদের শেষ দেখে ছাড়বো। প্রয়োজন হলে এখান থেকে হাজার জনকে এরেস্ট করাবো। তিনি আরো বলেন এখানে এসসি এলাকায় এই চোলাই মদের উৎপাদন হয়। মেয়েরা এই কাজ করছে। তাদেরকে এই কাজ ছেড়ে অন্য কাজ করতে হবে। এখানকার এসসি মহিলাদের এসসি কার্ড করে দেবার জন্য ক্যাম্প বসাতে হবে। তারা যেন সহজে সরকারি প্রকল্প গুলি গ্রহন করতে পারে।
 চোলাই উচ্ছেদ অভিযান, বক্তব্য রাখছেন মহকুমাশাসক সুমন বিশ্বাস (ছবি অভিষেক সাঁতরা)
 
একশো দিনের কথা সহ হাস মুরগী পালন প্রভৃতি অন্য কাজ করতে হবে। তিনি নিজের ফোন নম্বর (৮৩৪৮৬৯১৭২৪) দিয়ে বলেন আমাকে ইনফরমেশন দিন , ফোন করুন, হোয়াট অ্যাপ করুন,এসএমএস করুন। আমি না আসতে পারলে লোক পাঠাবো ভাঙাভাঙি করার জন্য প্রমিলা বাহিনীকে যেতে হবে না । আপনারা শুধু তথ্য দিন।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

Mansuka Khabar

Mansuka khabar
Mansuka khabar