পেট্রোপণ্যে রাজ্য শুল্ক কমাতে বিজেপির প্রতিবাদ মিছিল

শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: পেট্রোপণ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক স্কুটি চালিয়ে প্রতিবাদ করেছিলেন। বিভিন্ন স্থানে তৃণমূল কর্মীদের বিধায়কদের গরুর গাড়ির উপর চড়ে প্রতিবাদ করতে দেখা গেছে। এমন ঘটনা ঘটিয়েছে ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই মহাশয়। তিনি গরুর গাড়ি চেপে পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদ করেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে। তার সাথে প্রতিবাদ করেছিলেন গ্যাসের দাম বৃদ্ধির জন্য। তবে বেশ কয়েকদিন আগেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবং পেট্রোল এর উপর ভ্যাট ছাড় দিয়েছেন। সাথে সাথে ২৩ টি রাজ্যের রাজ্য শুল্ক ছাড় দিয়েছেন।


কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁর সরকারের ক্ষেত্রে ডিজেল পেট্রোল এর উপর শুল্ক ছাড় দেওয়া সম্ভব না। এরই প্রতিবাদ করছেন রাজ্য বিজেপির তরফ থেকে। ঘাটাল সাংগঠনিক জেলার তরফ থেকে সবং বিধানসভায় এমনই এক প্রতিবাদ মিছিল দেখা গেল। এই প্রতিবাদ মিছিল এর উদ্দেশ্য ছিল যে ভারতে ২৩টি রাজ্যে ডিজেল পেট্রোল এর উপর শুল্ক ছাড় দেওয়া হলেও পশ্চিমবঙ্গ রাজ্যের তরফ থেকে শুল্ক ছাড় দেয়া হচ্ছে না কেন? অবিলম্বে রাজ্য সরকারের পক্ষ থেকেও কর ছাড় দিতে হবে এই শ্লোগানে মুখরিত হয় মিছিল। বিজেপি এই বিষয়ে নানা স্থানে প্রতিবাদ মিছিল করলেও রাজ্য সরকার নড়েচড়ে বসবেন না এমনটাই অনুমান করছেন অনেকেই।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

Mansuka Khabar

Mansuka khabar
Mansuka khabar