সব ঘাটে সমান নিয়মের আহ্বান বরাত পাওয়া ঘাট মালিকের

শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: আজ দুপুরে মনসুকা স্কুল ঘাটের উপর দিয়ে বাঁশের তৈরি সাঁকো চালু হয়ে গেল। আজ দুপুরে ঢাক বাজিয়ে পুজো দিয়ে ঘাট মালিক রবি সাঁতরা মহাশয় যাতায়াত চালু করলেন এবং যারা পারাপার হচ্ছেন তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন। এবার বেশ মোটা ও শক্ত বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই বাঁশের সাঁকো।


গতবারের বন্যায় লোহার তৈরি ব্রিজ ভেঙে যাওয়ার পর ঘাট মালিকরা কেউ আর লোহার ব্রিজ তৈরি করছেন না, বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে কাজ চালিয়ে নিচ্ছেন। প্রায় মাসখানেক আগে মনসুকা 1গ্রাম পঞ্চায়েত থেকে এই ঘাট বরাত পান রবি সাঁতরা মহাশয়। মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আরো বেশ কয়েকটি ঘাট ডাক বা বরাত দেওয়ার কথা থাকলেও কেবলমাত্র একটি ডাকা হয়েছে অন্য গুলি এখনো ডাক দেওয়া সম্ভবপর হয়নি।


স্কুল ঘাট কুড়ি লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে বরাত পাওয়া মালিক বলেন অন্যান ঘাট গুলি এখনো ডাকা হয়নি তারা না ডাক দিয়ে টাকা তুলছেন প্রায় একমাস। যদি একমাস করে অন্যান্য ঘাট গুলিকে ছাড় দেওয়া হয় তাহলে আমাকেও এই একমাস সময় ছাড় দেওয়া উচিত। যতদিন ধরে অন্যান্য ঘাট গুলি ডাক না নিয়েই কেবলমাত্র পয়সা তুলবে ততদিন আমার ক্ষেত্রেও সময় বৃদ্ধি করা উচিত। সবার ক্ষেত্রেই সমান নিয়ম হওয়া প্রয়োজন। ইতিমধ্যেই বিডিও অফিস থেকে ঘাট গুলির উপর বিশেষ নজরদারি করা হচ্ছে এবং ঘাটগুলো বিভিন্ন বিষয়ের উপর পঞ্চায়েত প্রধানের বিশেষ নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন। তাই সকল ঘাটগুলো উপর সমান নিয়ম ও দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বরাত পাওয়া ঘাট মালিক।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

Mansuka Khabar

Mansuka khabar
Mansuka khabar