মনসুকা সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন ক্লাব এবং সংস্থার উদ্যোগে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সাথে সাথে শুরু হয়েছে বারমূর্তি মেলাও। প্রতি বছরের ন্যায় এ বছরও প্রতিমা মুর্তি পুজা সহ মেলা বসেছে।
সরস্বতী পূজা উপলক্ষে নীজ মনসুকা তরুণ সংঘের পরিচালনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলা আবৃত্তি গান বস্ত্র দান রক্তদান শিবির সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। ২৬ শে মাঘ বুধবার নীজ মনসুকা নিউ তরুণ সংঘের পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে। আজ সরস্বতী পূজা উপলক্ষে ঘাটালের মেঠালায় চারটি নাটক অনুষ্ঠিত হয়। এই নাটকগুলো ছিল হাসির নাটক। এই হাসির নাটকের মধ্যে হাড়িয়া বাবা একটি অন্যতম। এই নাটকটি দেখলেই আপনাদের ভীষণ হাসি পাবে।
Tags
Health