তৃণমূল কংগ্রেস এই দলীয় নাম বদল করতে চাইছে তৃণমূল কংগ্রেস

শ্যামল রং, মনসুকা খবর, মনসুকা: ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের আসল লক্ষ্য। এই লক্ষ্য পূরণের তাগিদেই তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নামটি বদল করতে চাইছেন। সর্বভারতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে। মোদী হাটাও দেশ বাঁচাও এই শপথের দৃঢ় প্রতিজ্ঞ তৃণমূল কংগ্রেস। তাই নিজের দল থেকে কংগ্রেস শব্দটি উঠিয়ে নিয়ে নামটিকে অনেকটাই ছোট করতে চাইছেন। যার ফলে মানুষের মনে মনে আরো বেশি তৃণমূল কংগ্রেসের নতুন নাম গেঁথে যায়। এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। তবে এই পরিকল্পনা কার তা এখনো সঠিকভাবে জানা যায়নি। নাম বদল করা হলেও নামের বদল এর সাথে সাথে তৃণমূল কংগ্রেসের প্রতীক এর কোন পরিবর্তন হচ্ছে না।


গোয়াতে দলীয় প্রচারে অনেকটাই সাড়া পেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। গোয়ার মহিলা ভোটারদের কে টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় দল গঠন করে মোদি সরকার কে হটানোর জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস।


Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

Mansuka Khabar

Mansuka khabar
Mansuka khabar