করোনার জন্য স্কুল বন্ধ হলেও পাড়ায় শিক্ষালয় চালু করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। এর ফলে স্কুলে চার দেওয়ালের মধ্যে ক্লাস না হলেও শিক্ষক পৌঁছে যাচ্ছেন পাড়ায় পাড়ায়। পাড়ার খোলা স্থানে স্কুল বসছে।
এইভাবে ক্লাস করতে গিয়ে নানা স্থানে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষকদের ও ছাত্রছাত্রী। ছাত্র-ছাত্রীরা মাঠে ক্লাস করায় তাদেরকে রোদে বসে ক্লাস করতে হচ্ছে। কোথাও কোথাও উপযুক্ত স্থান না পাওয়ায় স্কুলের বারান্দায় ক্লাস চলছে। এরইমধ্যে পাড়ার স্কুলের বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। আগেই স্কুল হত দশটা থেকে আড়াইটা পর্যন্ত । এখন সেই নিয়ম পরিবর্তন করে দশটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে চারটা পর্যন্ত ক্লাস করতে হবে ছাত্র-ছাত্রীদের। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছুটির দিন বাদে প্রতিদিন ক্লাস হচ্ছে। সপ্তম শ্রেণীর প্রতি সোম ও বৃহস্পতিবার , ষষ্ঠ শ্রেণীর প্রতি মঙ্গল ও শুক্রবার এবং পঞ্চম শ্রেণীর প্রতি বুধবার ক্লাস হচ্ছে ।
বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন দিন ভাগ করে দেয়া হয়েছে। তবে অভিভাবকদের অভিযোগ যে যদি স্কুলের বারান্দায় ক্লাস করা যায় তাহলে ক্লাস রুমের মধ্যে নয় কেন।