নদীর উপর বাঁধ হচ্ছিল কেন?
গত বছর থেকেই মনসুকা ঝুমি নদীর উপর কংক্রিটের ব্রিজ তৈরির কাজ চলছে। দেড় বছর আগে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি এই মনসুকা আর কংক্রিটের ব্রিজ এর উদ্বোধন করেন। সেই ব্রিজের পিলার তোলার জন্য নদীর উপর বাঁধ দেওয়া হচ্ছিল।
কারা এই নদীরউপর বাঁধ দিচ্ছিলেন?
মনসুকা ব্রিজ তৈরি করার জন্য যারা টেন্ডার ডেকেছেন তারা বেশ কয়েকদিন ধরে মনসুকা ব্রিজ তৈরি করার জন্য পূর্বপাড়ে জল ঘেরার ব্যবস্থা করছিলেন। প্রথমে জেসিপি দ্বারা পরে 100 দিনের কাজের লোক অর্থাৎ জব কার্ডের লোকের দ্বারা বাঁধ বাধা হচ্ছিল।
এই বাঁধ ভেঙে জল কিভাবে ঢুকলো?
এত ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা সব জলের তলায় ডুবে গেল। এই জলের তলায় ডুবে যাওয়ার প্রধান কারণ হলো জোয়ারের জল। প্রতি বছর এই সময় ব্যাপক পরিমাণে ঝুমি নদীতে জোয়ারের জল ওঠে। জল ঘেরার এই ইঞ্জিনিয়ারিং প্ল্যান এইবার প্রথম দুদিন জোয়ারের জল আটকাতে পারলেও আজ তৃতীয় দিনে সেই জল আটকাতে পারল না। কার্যত সব ইঞ্জিনিয়ারিং প্ল্যান জলের তলায় ডুবে গেল।
এই নিয়ে সাধারন মানুষ কি মতামত দিচ্ছেন?
সাধারণ মানুষ প্রশ্ন করছেন এই ভাবেই কি প্রতিনিয়ত জোয়ারের জল ঘেরার পরিকল্পনা করা হবে আর জোয়ারের জল সেই সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দিয়ে সব ভুলিয়ে দেবে। একবছর ধরে এই ভাবেই জোয়ারের জল বন্যার জল সমস্ত ইঞ্জিনিয়ারিং প্ল্যান কে ভেস্তে দিচ্ছে। আবার এক মাস দেড় মাস পরেই হানা দেবে কালবৈশাখী ঝড় বৃষ্টি তারপরে হানা দেবে ঝুমি নদীর উপর পরপর কয়েকটি বন্যা ফলে কার্যত এই ভাবেই আবার এক বছর পিছিয়ে যেতে পারে আমাদের সাধের মনসুকা ব্রিজ এমনটাই অনুমান করছেন অনেকেই।