আপনি কি জানেন যে গ্রীষ্মকালে ব্লাড ব্যাংকে ব্লাড এর ঘাটতি পরে। ঘাটাল ব্লাড ব্যাঙ্কে ব্যাপক ঘাটতি দেখা দেয়। এই কারণেই মনসুকা অরুণোদয় সংঘ ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করেছে। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ঘাটালের এস.ডি.ও সুমন বিশ্বাস মহাশয় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
রক্তদানের গুরুত্ব
রক্তদান গুরুত্বপূর্ণ। থ্যালেসেমিয়া সহ বিভিন্ন রোগীর রক্তের প্রয়োজন হয়। সকল গ্রুপের রক্তের সংরক্ষণের প্রয়োজন রয়েছে। ব্লাড ব্যাংকের সংরক্ষিত রক্ত হলে মুমূর্ষু রোগীকে এর প্রাণ ফিরিয়ে দিতে পারে। অপারেশন বা বিভিন্ন রোগীর জন্য রক্তের অভাব দেখা দিলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
রক্ত দান করা কতটা নিরাপদ এবং এই প্রক্রিয়াটি কীভাবে কাজ করে
রক্তদান একদম নিরাপদ। ডাক্তারা সবকিছু জীবাণুমুক্ত নিডিল সহ সবকিছু কিছু ব্যবহার করেন। আবার অনেকেই সুচ ফোটাতে ভয় পান। সূচ ফোটানোর যন্ত্রণা একটি মশা কামড়ানোর যন্ত্রণার মতই। তাই একবারে ভয় না পেয়ে রক্তদান করতে পারেন।
রক্ত দেওয়ার আগে আপনার যা জানা উচিত
রক্ত দেওয়ার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে আরও কিছু এই বিষয়ে গবেষণা বা মূল্যায়ন করতে হবে। রক্তদান সম্পর্কে আপনার যতটা জানার প্রয়োজন তা জানার জন্য যারা পূর্ববর্তী সময়ে রক্ত দান করেছেন তাদের থেকে আপনি জানতে পারেন। যদি কখনো হসপিটালে নিয়ে থাকেন বা কখনো এমন কোন রোগীর সাথে পরিচয় হয়ে থাকে যার রক্তের খুব প্রয়োজন ছিল তাহলে বুঝবেন আপনার ধারণার চেয়েও রক্তদান অধিক গুরুত্বপূর্ণ।
দান করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে
আপনাকে রক্ত দিতে হলে অবশ্যই 17 বছরের মধ্যে হতে হবে তবে আপনি 16 বছরের উর্ধ্বে ও রক্তদান করতে পারবেন সেখানে আপনার অভিভাবকের অনুমতি লাগবে। শুধু 17 বছর হলেই হবেনা আপনার শরীরের ওজন হতে হবে 110 পাউন্ড হতে হবে। রক্ত সংগ্রহকারী সংস্থার আরো কিছু অতিরিক্ত প্রয়োজনীয়তা থাকলে দাতাকে পূরণ করতে হয়।
রক্ত দিন, জীবন বাঁচান
আপনাকে রক্তদান করার জন্য কিছু প্রেরণা সঞ্চয় করতে হবে। প্রতিদিন রক্ত গ্রহণকারী সেই সব নবীদের কথা ভাবুন যারা এক বোতল রক্তের জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যদি কিছু মানুষকে দান করে যেতে হয় তাহলে রক্তদান একটি মহৎ কাজ হিসেবে প্রতিপন্ন হবে।
কবে হবে এই রক্ত দান শিবির
মনসুকা অরুণোদয় সংঘের পরিচালনায় 24 /04/2022 সকাল 10টা থেকে রক্ত দান শিবির অনুষ্ঠিত হবে। রক্ত দান করে মুমূর্ষ রোগীর জীবন ফিরিয়ে দিন।