শ্যামল রং, "মনসুকা খবর", ঘাটাল:- ঘাটালের ছাত্র-ছাত্রীদের WBCS অফিসার হওয়ার স্বপ্নকে এবার উৎসাহিত করলেন জেলাশাসক। [✔️আরও খবর পেতে Mansuka Khabar ইউটিউবে ও ফেসবুকে সার্চ করুন] ঘাটালের ছাত্র-ছাত্রীদেরকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার ঘাটালের "ঘাটাল বিদ্যাসাগর দিনময়ী সভাকক্ষে" মাননীয় জেলাশাসক শ্রী খুরশীদ আলি কাদরী, আই এ এস মহাশয়ের উদ্যোগে সিভিল সার্ভিস ওয়ার্কশপটি আয়োজন করা হয়েছিল গতকাল। এই ওয়ার্কশপটি ঘাটালের বিভিন্ন স্থানের প্রায় ২০০র বেশি ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।
কিভাবে ডব্লিউবিসিএস এবং আইএএস অফিসার হওয়া যায় সে বিষয়ে নানান খুঁটিনাটি আলোচনা করলেন মাননীয় জেলাশাসক শ্রী খুরশীদ আলি কাদরী মহাশয় সহ বিভিন্ন উচ্চপদস্থ অফিসাররা। ছাত্র-ছাত্রীদের নানান প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে আরো বেশি সমৃদ্ধি প্রদান করেছেন অফিসাররা। এই ওয়ার্কশপটিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ভূমি সংস্কার সুমন সৌরভ মোহান্তি এবং অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ, ঘাটাল মহকুমা শাষক সুমন বিশ্বাস, শ্রীনিবাস ভেঙ্কটরাও পাতিল এবং আই এ এস প্রবেশনার আশুতোষ কুমার, অ্যাসিস্টান্ট কালেক্টার ও অ্যাসিস্টান্ট ম্যাজিস্ট্রেট , ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, মাননীয় মন্টু কুমার দাস মহাশয়।
Tags
Ghatal