মেঠেলায় রক্তদান শিবিরে ৫৪ জন রক্তদাতা, সচেতনতার আলো ছড়াল
মনসুকা, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪: সরস্বতী পূজোর আনন্দে মুখরিত সময়ে, মেঠেলা জুনিয়র নিউ তরুণ সংঘের উদ্যোগে আজ মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। মেদিনীপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবির আয়োজিত হয়। শিবিরের পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস মহাশয়, বরকতিপুর আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিলেশ কর, শিক্ষাবন্ধু জিতেন্দ্র নাথ আদক( খড়ার বিদ্যাসাগর চক্র) বিশিষ্ট ব্যক্তি তপন কুমার সাল, ক্লাব সদস্যপতি, সম্পাদক, সদস্যবৃন্দ এবং পূজা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ। মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেঠেলা, একটি প্রান্তিক গ্রাম। এই গ্রামে আজকের রক্তদান শিবিরে মোট ৫৪ জন রক্তদান করেন। তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং মহিলা ২৬ জন। এই গ্রামে রক্তদানের প্রবণতা তেমন উচ্চ নয়। তাই এই শিবির গ্রামবাসীদের মধ্যে রক্তদানের প্রতি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লাবের সম্পাদক তরুণ দোলই বলেন: "আমাদের গ্রামে রক্তদানের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এই শিবির আয়োজন করা হয়েছে। গ্রামবাসীদের সাড়া দেখে আমরা অত্যন্ত আনন্দিত।" রক্তদাতাদের মধ্যে একজন, প্রতিমা র...