মধ্যরাতে পিস্তল হাতে রাস্তায় কে এরা ? ক্ষীরপাইয়ে গ্রেপ্তার হয়েছে একজন কম্বল বিক্রেতা ফেরিওয়ালা । তার বিরুদ্ধে চারটে খুনের ও ৩০ টি মামলার অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছে । ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করেছে । আরো কিছু অভিযুক্ত লোক আছে কিনা কড়া নজরদারি শুরু করেছে পুলিশ ।
একথা সত্য যে ঘাটাল শহর সহ , ঘাটাল মহকুমায় দুঃস্কৃতিকারীদের নিরাপদ জায়গা । এখানে নদীয়া মুর্শিদাবাদ মালদার প্রচুর লোক ফেরিওয়ালা রাজমিস্ত্রীর পেশায় কাজ করেন । অভিযোগ উঠেছে , এরা কেউ কেউ বর্ডারের বাইরের লোক হতে পারে ।
অভিযোগ আরো উঠেছে , ক্ষীরপাই পুরসভার রাস্তার উপর ( হাই ওয়ে ) যে সিসি টিভি চালু রয়েছে সেই ক্যামেরায় দেখা যাচ্ছে যে মধ্য রাত্রিতে পিস্তল হাতে নিয়ে দুঃস্কৃতি ঘোরা ফেরা করছে ।
এরা কারা ? কি কারণে এদের হাতে পিস্তল বা আগ্নেয়াস্ত্র ? মধ্যরাতে এরা কোন মহৎ কাজের জন্য রাস্তায় ঘোরাফেরা করছে ? এরা কি সেই সব বাংলাদেশী জেহাদী যারা এদেশের ক্ষতি করতে বদ্ধ পরিকর ? তাই বাড়ি বাড়ি খোঁজ নেবার চেষ্টা করছে প্রশাসন ।
এক্ষেত্রে সাধারণ মানুষের সাহায্য জরুরি হয়ে পড়েছে । তাদের অজ্ঞতার কারণে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবার সম্ভাবনা আছে । যারা ঘর ভাড়া দিচ্ছেন তারা কি সব জেনে বুঝে দিচ্ছেন ? সন্দেহ ভাজন হলে পুলিশকে তিল মাত্র অপেক্ষা না করে জানাতে বলা হয়েছে । (সংগ্রহ)
Tags
West Bengal